‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধার অভিযোগে মামলা
বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশান থানায় একটি মামলা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্র জানায়, কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. শরীফুল ইসলাম মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অংশগ্রহণ করতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়। পুলিশ সদস্যরা রাস্তায় বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হকসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে।