ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে লেগুনা চালকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

সংঘর্ষে আহত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন
ছবি: প্রথম আলো

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে লেগুনার চালক-সহকারী ও এলাকাবাসীর সংঘর্ষে হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৭-৮ জন শিক্ষার্থী ও ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত ৩ শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, চারাবাগ মোড় এলাকায় লেগুনার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে লেগুনার চালক ও স্থানীয়দের সঙ্গে ড্যাফোডিলের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আমরা সেখানে দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। রাত সাড়ে ৯ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাত পৌঁনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। পুলিশ এসেছিল, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা চলছে।’

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একজন শিক্ষার্থীর সঙ্গে লেগুনার ধাক্কা লাগার ঘটনা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ।’