কারাবন্দীকে নির্যাতনের সাজা, তত্ত্বাবধায়কের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত

কারাগার
প্রতীকী ছবি

দুই বছর আগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক শাহজাহান আহমেদের কাছে বিভিন্ন দাবিদাওয়া জানান বন্দী শাহজাহান ওরফে বিলাস। তখন কারা তত্ত্বাবধায়কের নির্দেশে দুই কারারক্ষী বন্দী শাহজাহানকে বেত দিয়ে পেটান। ওই ঘটনার ভিডিও ইউটিউবেও ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে বন্দীকে শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কারা তত্ত্বাবধায়ক শাহজাহানকে লঘুদণ্ড (তিন বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত) দেওয়া হয়। তিনি বর্তমানে কাশিমপুরে কারা তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত আছেন।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২১ সালের ১২ মে  কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের বিচার বৈঠকে বন্দী শহাজাহান বন্দীদের পক্ষে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। তাঁকে নিবৃত্ত করতে দুই কারারক্ষীকে দিয়ে তাঁকে বেত্রাঘাত করান কারা তত্ত্বাবধায়ক।

প্রজ্ঞাপনে বলা হয়, একজন বন্দী যেকোনো দাবি উপস্থাপন করতেই পারেন। তা অযৌক্তিক হলে বিধি মোতাবেক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায়িত্ব কারা তত্ত্বাবধায়কের। কিন্তু তিনি সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়, কারা তত্ত্বাবধায়ক শাহজাহান নিজে ধৈর্যহারা হয়ে কেস টেবিলে গার্ডিং স্টাফ দিয়ে বন্দীকে শারীরিক নির্যাতনের পথ বেছে নিয়ে অপেশাদারত্বের পরিচয় দিয়েছেন। কারা নির্যাতনের ঘটনাটি ইউটিউবে প্রচারিত হওয়ায় কারা বিভাগ তথা সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। ফলে কারাগারে সার্ভার কক্ষের তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করতে শাহজাহান ব্যর্থ হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তাঁর কাছে কৈফিয়ত তলব করে কারা কর্তৃপক্ষ। কিন্তু তিনি সন্তোষজনক জবাব দেননি। তাই গত ৩ জানুয়ারি সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আলীমুন রাজীবকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা কারা তত্ত্বাবধায়কের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান এবং গত ২৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আলীমুন রাজীবের সুপারিশের ভিত্তিতে কারা তত্ত্বাবধায়ক শাহজাহানের তিন বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থায়ীভাবে স্থগিত করে লঘুদণ্ড দেওয়া হলো।

এ বিষয়ে জানতে আজ বুধবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে কারা তত্ত্বাধায়ক শাহজাহান আহমেদ প্রথম আলোকে বলেন, গত ফেব্রুয়ারিতে তাঁকে কাশিমপুর কারাগারে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।