চট্টগ্রামে এক নারীকে হত্যায় দায়ে মৃত্যুদণ্ড

আদালতপ্রতীকী ছবি

চট্টগ্রামে এক নারীকে হত্যার দায়ে মো. সোহেল নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনিরা এই রায় দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবদুর রশিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ এপ্রিল কোতোয়ালি থানার কোরবানিগঞ্জ এলাকায় ব্যবসায়ী আবুল কাশেমের বাসায় ঢুকে রোকসানার কাছ থেকে টাকা ও স্বর্ণলংকার ছিনিয়ে নেন অভিযুক্ত সোহেল। বাধা দিলে রোকসানাকে ছুরিকাঘাত করেন। এ সময় রোকসানার ছেলে আবদুল আজিজ এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করেন তিনি। আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা রোকসানাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ব্যবসায়ী আবুল কাশেম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে। পরে সোহেলকে পুলিশ গ্রেপ্তার করলে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

২০২০ সালের ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত সোহেলকে মৃত্যুদণ্ডাদেশ দিলেন।