শুভ সকাল। আজ ২৭ জুন, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ছাগল-কাণ্ডের জন্য আলোচিত মোহাম্মদপুর এলাকার ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’-এ উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, সাদিক অ্যাগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করে আছে।
বিস্তারিত পড়ুন...
ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন দাঁতের চিকিৎসক কুরবান আলী। তাঁকে জনসমক্ষে পিটিয়ে খুন করেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। চট্টগ্রামের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকায় গত ৫ এপ্রিল ঘটে যাওয়া আলোচিত এ হত্যা মামলার আসামি কিশোর গ্যাংয়ের নেতা গোলাম রসুল ওরফে নিশান বুধবার চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে আসেন ৫০ থেকে ৬০ জন সহযোগী ও অনুসারী নিয়ে। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা আদালত প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ছবি তুলতে বাধা দেন। বিস্তারিত পড়ুন...
বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালানোর পরপরই মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মো. জাকারিয়া বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আবদুল মান্নানের ছেলে। এক স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
সরকারি দলের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যম বা রাজনীতিবিদেরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানকে চিহ্নিত করতে পারেননি। তাঁকে চিহ্নিত করেছে একটি বোবা প্রাণী—ছাগল। এমন মতিউর আরও আছে কি না, তা ছাগল বা অন্য কোনো বোবা প্রাণী চিহ্নিত করার আগেই সংশ্লিষ্ট সংস্থার চিহ্নিত করা প্রয়োজন। বিস্তারিত পড়ুন...
লক্ষ্য ছিল ১১৬ রান। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে এই রান করতে হতো ১২.১ ওভারে। সমীকরণটি মাথায় নিয়েই ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। তবে ৩ উইকেট পড়ে যাওয়ার পর সেই চিন্তাভাবনা থেকে সরে আসে দল। শেষ পর্যন্ত বাংলাদেশ সমীকরণ তো মেলাতে পারেইনি, সঙ্গে ম্যাচটাও হেরেছে। বাংলাদেশ দলের বাইরে থাকা ওপেনার তামিম ইকবাল মনে করেন, ১২.১ ওভারেই আফগানিস্তানের ১১৫ রানের পুঁজি তাড়ার চেষ্টা করা উচিত ছিল বাংলাদেশের। বিস্তারিত পড়ুন...