দেশের উন্নয়নে অবদানের জন্য ১২ নারীকে সম্মাননা জানানো হয়েছে। নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিটিআই-দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন তাঁরা। শনিবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এক অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নির্মাতা প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী নারীদের কাজের স্বীকৃতি ও অনুপ্রাণিত করতে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
বিটিআই-দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন অ্যাওয়ার্ড পাওয়া নারীরা হলেন উন্নয়ন খাতে শামসিন আহমেদ, প্রযুক্তিতে তাসফিয়া তাসবিন, স্থাপত্যে নাজলি হুসাইন, শিক্ষায় সাদিয়া জাফরিন, সংস্কৃতিতে হৃদি শেখ, করপোরেটে শামিমা আখতার, ক্রীড়ায় সালমা আখতার, কৃষিতে ছকিনা খানম, স্টার্টআপ ও ব্যবসায় উদ্যোগে মনসিতা অরণি, সৃজনশীল লেখালেখিতে লুৎফুন্নাহার, সমাজকল্যাণে তৌহিদা শিরোপা ও সাংবাদিকতায় রোজিনা ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। আরও বক্তব্য দেন বিটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নালাকা হেতিয়ারাচ্চি, ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।