শেখ হাসিনার ‘পিয়ন’ জাহাঙ্গীর ও দুই সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জাহাঙ্গীর আলম

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, নুরুন্নবী চৌধুরী শাওনসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে দুদকের পক্ষ থেকে জাহাঙ্গীরসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন লিখিত আবেদন করা হয়।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা পাওয়া বাকি পাঁচজন হলেন জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহার, মোয়াজ্জেমের স্ত্রী মাহমুদা হোসেন, শাওনের স্ত্রী ফারজানা চৌধুরী, পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান ও তাঁর স্ত্রী মেঘলা নোমান।

দুদকের পক্ষ থেকে বলা হয়, জাহাঙ্গীর আলম, মোয়াজ্জেম হোসেন, নুরুন্নবী চৌধুরী ও শিবলী নোমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান ও মামলা করেছে দুদক। তাঁরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে আদালতকে জানানো হয়েছে। শুনানি নিয়ে আদালত জাহাঙ্গীরসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

আরও পড়ুন

দুদকের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর আলমের নামে ও তাঁর মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩টি ব্যাংক হিসাবে প্রায় ৬২৭ কোটি টাকা বিভিন্ন সময়ে জমা হয়। উত্তোলন করা হয় ৬২৫ কোটি টাকা।

আরও পড়ুন