আমনের ভরা মৌসুমে ধান বেচাকেনা

উত্তরের অন্যতম ধান বিক্রির হাট উমরদিঘী। সেখানে মহাসড়কের দুই পাশে সপ্তাহে দুই দিন হাট বসে। মৌসুমের এই সময়ে এ হাটে প্রায় ১০ হাজার মণ ধান বেচাকেনা হয়। হাটে ব্রি-৪৯, স্বর্ণা-৫ ও কাটারি জাতের ধানের ব্যাপক আমদানি হচ্ছে। কৃষকদের কাছ থেকে কেনা ধান স্তূপ করছেন ব্যাপারীদের শ্রমিকেরা। কৃষকেরা জানিয়েছেন, গত বছরের চেয়ে এবার ধানের দাম কম। এতে হতাশায় ভুগছেন তাঁরা।

১ / ৯
বেচাকেনা হওয়া ধান স্তূপ করছেন শ্রমিকেরা
২ / ৯
মেপে নেওয়া ধান স্তূপে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা
৩ / ৯
ধান মেপে দেওয়ার অপেক্ষায় কৃষকেরা
৪ / ৯
মাপা হলেই ধানগুলো স্তূপে ঢালা হবে
৫ / ৯
বিশাল স্তূপে ধান ঢালছেন শ্রমিকেরা
৬ / ৯
হাটের পথে ভ্যান ভরা ধান
৭ / ৯
শতাধিক শ্রমিক ধান মাপা ও ঢালায় ব্যস্ত সময় পার করছেন
৮ / ৯
বিক্রি করা ধানের টাকা নিতে ব্যবসায়ীর কাছে ভিড় জমিয়েছেন কৃষকেরা
৯ / ৯
কৃষকদের কাছ থেকে কেনা ধান ট্রাকে ভরে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান ব্যাপারীরা