একশপের পেমেন্ট ইকোসিস্টেম ব্যবহার করবে যাচাই ডটকম

ই-কমার্স পার্টনার্স মিটআপে অতিথিরা
ছবি : সংগৃহীত

ই-কমার্স মার্কেটপ্লেস যাচাই ডটকম এখন থেকে তাদের ডিজিটাল মার্কেটপ্লেস পরিচালনার ক্ষেত্রে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ পরিচালিত এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের একশপের পেমেন্ট ইকোসিস্টেম ব্যবহার করবে। যাচাই মার্কেটপ্লেসে যেসব মার্চেন্ট আছেন তাঁরা এই প্ল্যাটফর্মে অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে একশপের পেমেন্ট, লজিস্টিকস, ডেলিভারিসহ ডিজিটাল অবকাঠামো সেবাগুলোর সুবিধা পাবেন।

গতকাল যাচাই ডটকমের সহযোগিতায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে একশপের উদ্যোগে অনুষ্ঠিত হয় ই-কমার্স পার্টনার্স মিটআপ। অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন এটুআই প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন যাচাই ডটকমের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এটুআইয়ের কমার্শিয়াল স্ট্র্যাটেজি বিভাগের প্রধান রেজওয়ানুল হক।

অনুষ্ঠানে ই-কমার্স ব্যবসায়ীদের পার্টনারশিপের মাধ্যমে একশপ নেটওয়ার্কের সব সেবা ও যাচাই ডটকম প্ল্যাটফর্মে সেগুলো ব্যবহারের মাধ্যমে তাদের ব্যবসায় প্রসারের সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হয়।

একশপ ডিপিআই বা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হিসেবে যেকোনো ডিজিটাল কমার্স স্টার্টআপের প্রযুক্তি ও কর্মদক্ষতা উন্নয়নে সমর্থন দিয়ে থাকে।

অনুষ্ঠানে আব্দুল আজিজ বলেন, যাচাই হবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ক্রেতাদের বা গ্রাহকদের সব ধরনের সেবা থাকবে বা পাওয়া যাবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই লি. , সারা লাইফস্টাইল লি. , মিনিস্টার মাইওয়ান গ্রুপ, মেঘনা গ্রুপ, আল হারামাইন পারফিউমস, বিডিশপ ডটকম, ব্লু ব্ল্যাক করপোরেশন, মোশন ভিউ, টেক ভ্যালি ডিস্ট্রিবিউশন লি. , টেকনো ওয়ার্ল্ড, ডাবুর বাংলাদেশ, এম কে ইলেকট্রনিকস, আরএফএল প্লাস্টিকস লি. , ট্রান্সকম ইলেকট্রনিকস লি. সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও ছিলেন এটুআই একশপ এবং যাচাই ডটকমের প্রতিনিধিরা।