‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগানে শুরু হচ্ছে বিজ্ঞান উৎসব

চুক্তি স্বাক্ষর করছেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম ও বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম
ছবি: খালেদ সরকার

বিজ্ঞানচর্চায় স্কুলশিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আবারও সারা দেশে শুরু হচ্ছে বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসব। যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞানচিন্তা। এ বিষয়ে আজ মঙ্গলবার বিকাশ ও বিজ্ঞানচিন্তার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উৎসবের সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

বিজ্ঞানচিন্তার পক্ষ থেকে সাময়িকীর সম্পাদক আব্দুল কাইয়ুম ও বিকাশের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম এ চুক্তি স্বাক্ষর করেন। বিকাশের প্রধান কার্যালয় রাজধানীর জাহাঙ্গীর গেটের স্বাধীনতা টাওয়ারে চুক্তি সই করা হয়।

‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান সামনে রেখে দেশব্যাপী আয়োজিত হবে বিজ্ঞানের এই জাতীয় উৎসব। সাতটি বিভাগীয় শহরে হবে আঞ্চলিক উৎসব। স্কুলের শিক্ষার্থীরা (ষষ্ঠ-দশম শ্রেণি) বিজ্ঞান প্রজেক্ট ও কুইজ প্রতিযোগিতা—দুই ক্যাটাগরিতে অংশ নিতে পারবে এ উৎসবে। পরে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে আঞ্চলিক উৎসবে বিজয়ীরা। প্রতিটি উৎসবের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি আগ্রহীদের জন্য প্রতিটি আয়োজনে থাকছে বিজ্ঞানবিষয়ক বইয়ের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
ছবি: খালেদ সরকার

আজকের এ চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, ইভিপি ও হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম, করপোরেট অ্যাফেয়ার্সের জেনারেল ম্যানেজার সায়মা আহসান, অ্যাসিসট্যান্ট ম্যানেজার মাহবুবুর রহমান শাকিল, ম্যানেজার নাফিসা হোসেন ও পিআর অ্যান্ড মিডিয়া রিলেশনসের মো. সোহেল হোসাইন পাটোয়ারী। সেই সঙ্গে বিজ্ঞানচিন্তার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ ও জ্যেষ্ঠ নির্বাহী আল মামুন, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার ও সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফ।

মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম বলেন, ‘স্কুলের শিক্ষার্থীদের চিন্তার সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে বিকাশ। এরই সূত্র ধরে বিজ্ঞানচিন্তার সঙ্গে সারা দেশের স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে বিজ্ঞান উত্সব আয়োজন করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে বিজ্ঞানের বিভিন্ন মজার বিষয় শিখবে ও দারুণ কিছু করে ভবিষ্যতের পথে আমাদের এগিয়ে নেবে, এটাই আমাদের প্রত্যাশা।’

বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিজ্ঞানই পারে সব অন্ধকার মুছে আলোর পথ তৈরি করতে। এই প্রচেষ্টা সেই বৃহৎ যাত্রাপথের একটি পদক্ষেপমাত্র, যা সারা দেশে বিজ্ঞানের চর্চা বাড়াতে অবদান রাখবে।

এর আগে ২০১৯ সালে বিকাশ ও বিজ্ঞানচিন্তার যৌথ উদ্যোগে বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসব আয়োজন করা হয়। এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। করোনা মহামারির কারণে গত দুই বছর এ আয়োজন করা যায়নি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় এ বছর আবারও আয়োজন করা হচ্ছে বিজ্ঞানশিক্ষার্থীদের এই প্রাণের উৎসব।

বিজ্ঞান উৎসবের সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। সারা দেশের স্কুলশিক্ষার্থীরা বিভাগ অনুযায়ী আঞ্চলিক উৎসবে অংশ নিতে পারবে। উৎসবের সময়সূচি ও বিস্তারিত জানতে চোখ রাখুন বিজ্ঞানচিন্তা ডটকম, ফেসবুক পেজ, গ্রুপ ও বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।