জুয়ার বিজ্ঞাপন দেখা যায়, এমন ওয়েবসাইট ব্লকের নির্দেশ

হাইকোর্ট
ফাইল ছবি

নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশনসহ জুয়ার বিজ্ঞাপন দৃশ্যমান হয়, এমন সব ওয়েবসাইট ব্লক করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার এ আদেশ দেন। জুয়ার প্ল্যাটফর্মগুলোর অর্থ পরিশোধে ব্যবহৃত দেশের মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের পেমেন্ট গেটওয়ে ব্যবহারের অনুমতি দেওয়া থেকে বিরত রাখতে জনস্বার্থে নির্দেশসহ প্রয়োজনীয় নির্দেশনাবলি ইস্যু করতে বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিফতাউল আলম ও সুমিত কুমার সরকার গত বছরের ১১ ডিসেম্বর হাইকোর্টে একটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৮ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। আগের রিটের সূত্রে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সম্পূরক ওই আবেদন করেন রিট আবেদনকারীরা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

পরে আইনজীবী কামাল হোসেন মিয়াজী প্রথম আলোকে বলেন, ‘দেশে জুয়া নিষিদ্ধ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেল বিশেষত খেলার চ্যানেলসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন প্রচার হচ্ছে। আর জুয়ার অর্থের লেনদেন হচ্ছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। এ কারণে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সম্পূরক ওই আবেদন করা হলে শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।’