নতুন প্রধান বিচারপতির সঙ্গে ছাত্রলীগ সভাপতি–সম্পাদকের শুভেচ্ছা বিনিময়

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ
ছবি: সংগৃহীত

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে ১২ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওবায়দুল হাসান বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর স্থলাভিষিক্ত হচ্ছেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হচ্ছে ২৫ সেপ্টেম্বর।

প্রধান বিচারপতি পদে নিয়োগ পাওয়ার পর গত রোববার বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ। তাঁরা নবনিযুক্ত প্রধান বিচারপতির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা তাঁদের সঙ্গে ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নবনিযুক্ত প্রধান বিচারপতির সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছি। আইন বিভাগের শিক্ষার্থী হওয়ার কারণে স্বাভাবিকভাবেই একটা আগ্রহ ছিল। আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কারণেই আমাদের সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়া।’