চট্টগ্রাম কলেজে দুই সাংবাদিককে পুলিশের হেনস্তার ঘটনার নিন্দা সিপিজের

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করেছবি: সিপিজের ওয়েবসাইট থেকে নেওয়া

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে পুলিশের হেনস্তা করার ঘটনার নিন্দা জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। আজ বুধবার এক্সে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক এই সংগঠন।

সিপেজের বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৯ মে) চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের খবর সংগ্রহের সময় ঢাকা ট্রিবিউনের প্রতিবেদক পিম্পল বড়ুয়া ও চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদক বিশ্বজিত শর্মাকে হেনস্তা করে পুলিশ। সাংবাদিকদের হেনস্তা করার এ ঘটনায় নিন্দা জানাচ্ছে সিপিজে।

সিপিজে বলছে, পুলিশ সংঘর্ষে জড়িত ছাত্রদের ছত্রভঙ্গ করার সময় এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন পিম্পল বড়ুয়া। এ সময় পুলিশ তাঁর ডান হাতে মারধর করে। এতে আঙুলে আঘাত পান তিনি। ক্ষতিগ্রস্ত হয় তাঁর মুঠোফোন। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন দুই সাংবাদিক। বিশ্বজিত শর্মার কাছে থাকা পুলিশের সঙ্গে সেই কথোপকথনের ভিডিও মুছে ফেলার নির্দেশ দেন এক পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সিপিজে। একই সঙ্গে প্রতিহিংসার শিকার হওয়ার শঙ্কা ছাড়াই সাংবাদিকেরা যেন তাঁদের দায়িত্ব পালন করতে পারেন সেই আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাত-আটজন আহত হয়েছেন বলে দাবি করেছে দুটি পক্ষ।

ছাত্রলীগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের দ্বন্দ্ব রয়েছে। প্রায়ই তাঁদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে আসছে। দুই পক্ষই নিজেদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচয় দেয়।

আরও পড়ুন