বসন্তবরণের পর বেড়েছে বিক্রি

কখনো আমার মাকে আনিসুল হক প্রথমা প্রকাশন

বসন্তের আভাস আছে বেশভূষায়, তবে ভিড়ভাট্টা পয়লা ফাল্গুনের মতো নয়। গতকাল বৃহস্পতিবার অমর একুশের বইমেলায় অনেকেই বসন্তের সাজে এসেছিলেন। লোকসমাগম কম থাকলেও বিক্রি আগের দিনের চেয়ে ভালো হয়েছে বলে জানালেন বিক্রেতারা। পয়লা ফাল্গুনে লোকজনের বই কেনার চেয়ে বেড়ানোর ঝোঁকটাই ছিল প্রধান। গতকাল যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে বই কিনেছেন অনেকে।

এমনই এক গ্রন্থানুরাগী ক্রেতার সঙ্গে কথা হলো অন্যপ্রকাশের প্যাভিলিয়নে। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম পাশে উন্মুক্ত মঞ্চের দিকটায় অন্যপ্রকাশ এবার তাদের প্যাভিলিয়নের অলংকরণ করছে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য রিকশাচিত্র দিয়ে। বিকেলে এখানেই পছন্দের বই দেখছিলেন নাজমুল হাসান। তিনি ময়মনসিংহ জেলা কৃষি কর্মকর্তা। বই কিনতেই ময়মনসিংহ থেকে গতকাল মেলায় এসেছেন। প্রবন্ধ ও গবেষণামূলক বই তাঁর পছন্দ।

আকাশ প্রকাশনী থেকে কিনেছেন নীরদচন্দ্র চৌধুরীর আত্মঘাতী বাঙালী। অন্যপ্রকাশ থেকে কিনলেন সেরা রবীন্দ্রনাথ। বললেন, এখন মেলার মাঝামাঝি সময়, প্রায় সব স্টলেই অনেক নতুন বই এসেছে। বই কেনার জন্য এই সময়টা তাঁর পছন্দ। জানালেন শুক্র-শনি ছুটির দুই দিনও ঢাকায় থাকবেন। মেলায় আসবেন পছন্দের বইগুলো কিনতে।

পয়লা ফাল্গুনে লোকজনের বই কেনার চেয়ে বেড়ানোর ঝোঁকটাই ছিল প্রধান। গতকাল যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে বই কিনেছেন অনেকে।
সংস্কার সংলাপ সূচনা সূত্র তোফায়েল আহমেদ গ্রন্থিক প্রকাশন

মেলা করবেন প্রকাশকেরা

এবারের বইমেলা শুরু থেকেই নানা রকম অব্যবস্থাপনার ভেতর দিয়ে যাচ্ছে। পেশাদারি দক্ষতার কোনো ছাপ মেলায় নেই। প্রকৃতপক্ষেই বাংলা একাডেমি আর এত বড় মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না। মেলা করা তাদের দায়িত্বও নয়। আরও অনেক আগেই মেলা করার দায়িত্ব প্রকাশকদের দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করলেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তিনি বললেন, কলকাতাতেও প্রকাশকেরাই বইমেলা করেন। বিশ্বের বিভিন্ন দেশেই তা–ই হয়। অধ্যাপক আনিসুজ্জামান একাডেমির সভায় প্রকাশকদের মেলার দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন। বর্তমানের মেলা পরিচালনা কমিটির সদস্য রামেন্দু মজুমদারও একাডেমির সভায় একই অভিমত দিয়েছেন। মেলা করার জন্য বাংলা একাডেমির নিজস্ব কোনো অর্থ নেই। তারা নির্ভর করে স্পনসর ও প্রকাশকদের স্টল বরাদ্দের অর্থের ওপর। ফলে মেলা নিয়ে তাদের কোনো পূর্বপরিকল্পনা থাকে না। শেষ সময় এসে স্পনসর পাওয়ার পর তড়িঘড়ি করে মেলার একটা কাঠামো তৈরি করা হয়। এতে প্রকাশকদের স্টল প্যাভিলিয়নের জন্য অনেক টাকা দিতে হয়। তিনি বলেন, ২৪ ফুট বাই ২৪ ফুটের একটি প্যাভিলিয়নের জন্য এখন যে টাকা দিতে হয়, কলকাতায় দিতে হয় তার দশ ভাগের এক ভাগ। অন্যান্য সমস্যা তো আছেই।

মাজহারুল ইসলাম বলেন, মুক্তধারার আয়োজনে ১৯৭২ সালে প্রথমে ফেব্রুয়ারিতে বই বিক্রি এবং ক্রমশ মেলার আয়োজন শুরু হয়েছিল। বাংলা একাডেমি ১৯৭৮ সালে মেলার সঙ্গে সরাসরি যুক্ত হয় এবং ১৯৮৪ সালে অমর একুশে গ্রন্থমেলা নামকরণ করা হয়। সে হিসাবে গত ৪০ বছরে একাডেমির মেলা আয়োজনের যে পেশাগত দক্ষতা অর্জন করার কথা ছিল, তা দেখা যাচ্ছে না। এখন প্রকাশকেরাই মেলা করার সক্ষমতা রাখেন। একাডেমি সহযোগী ভূমিকা রাখবে, সরকারের অন্য যেসব বিভাগ যেভাবে সহায়তা দেয়, সেভাবে সহায়তা দেবে। এতে মেলা ও প্রকাশনা—উভয়েরই মান উন্নত করা সম্ভব হবে। না হলেও ৪০ বছর আগেও মেলার যে অবস্থা ছিল, আগামী ৪০ বছর পরেও এর কোনো পরিবর্তন হবে না। মাজহারুল জানালেন, এবার মেলায় অন্যপ্রকাশ থেকে এসেছে তাঁর নির্বাচিত গল্প

যুবতী রাধে, সৈয়দ হক ও আরও কথা স্বকৃত নোমান অন্যপ্রকাশ

নতুন বই

প্রতিদিনই এখন প্রচুর নতুন বই আসছে মেলায়। গতকাল এসেছে ৯৭টি। প্রথমার প্যাভিলিয়নে গতকালও ভালো বিক্রি হয়েছে আনিসুল হকের নতুন উপন্যাস কখনো আমার মাকে। বিক্রেতারা জানালেন, এদিন প্রথমায় মনিরুল খানের পার্বত্য চট্টগ্রামের প্রামাণ্যচিত্রের সন্ধানে, ফারুক চৌধুরীর জীবনের বালুকাবেলায়, আসিফ নজরুলের সংবিধান বিতর্ক ১৯৭২: গণপরিষদের রাষ্ট্রভাবনা, মুহাম্মদ সাঈদ হাসান শিকদারের পুণ্যপথের যাত্রীরা: হজ যাত্রী ও পথ বইগুলো ভালো চলেছে।

এ ছাড়া মেলার নতুন বইয়ের মধ্যে অন্যপ্রকাশ এনেছে স্বকৃত নোমানের প্রবন্ধ যুবতী রাধে, সৈয়দ হক ও আরও কথা, গ্রন্থিক এনেছে তোফায়েল আহমদের নির্বাচনবিষয়ক সংস্কার সংলাপ: সূচনা সূত্র, সময় এনেছে শান্তনু মজুমদারের সরদার ফজলুল জীবন জয়ী হবে: করিমের সঙ্গে কথোপকথন, অনিন্দ্য এনেছে মৃত্যুঞ্জয় রায়ের কৃষিবিষয়ক লোনা মাটির ফসল, ঐতিহ্য এনেছে খসরু চৌধুরী অনূদিত জিম করবেটের মাই ইন্ডিয়া, আহমদ পাবলিশিং হাউস এনেছে জাফর তালুকদারের গল্প চলে যাচ্ছি, পাঠক সমাবেশ এনেছে মোজাফফর হোসেনের উপন্যাস আদি পাপের পরের পাপ, পাঞ্জেরী এনেছে দন্ত্যস রওশনের প্রেমের অণুকাব্য, স্বপ্ন ৭১ এনেছে মোজাহিদুল ইসলামের ছোট গল্প নির্বাকের পাশে

আজ শুক্রবার মেলা বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিশুপ্রহর। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

ইরান: খোমেনির ইসলামি বিপ্লব ও তারপর বদরুল আলম খান প্রথমা প্রকাশন

ইরান: খোমেনির ইসলামি বিপ্লব ও তারপর

প্রথমা এনেছে বদরুল আলম খানের ইরান: খোমেনির ইসলামি বিপ্লব ও তারপর। এই বইয়ে উঠে এসেছে ইরানের ইসলামি বিপ্লব, এর নেপথ্য নেতৃত্ব, বিশ্বরাজনীতিতে প্রভাবসহ বর্তমানে দেশটির ভেতরের দ্বন্দ্ব-সংঘাতের গভীর ব্যাখ্যা–বিশ্লেষণ। লেখক শ্রমসাধ্য প্রয়াস ও সাবলীল উপস্থাপনায় এই বিরাট পরিসরকে তুলে ধরেছেন। তথ্যবহুল এই বই ইরানকেন্দ্রিক সমকালীন রাজনীতি বুঝতে সহায়ক হবে।

বদরুল আলম খান সিডনি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ও মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে পিএইচডি করেছেন। দেশে চট্টগ্রাম, রাজশাহী ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এখন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক।

  • ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে: ০১৭৩০০০০৬১৯