শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার সোনা জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে সোনার সাতটি বার ও স্বর্ণালংকার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. শহিদুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, জব্দ করা সোনার মধ্যে বারগুলো ছাড়াও ১০০ গ্রাম স্বর্ণালংকার রয়েছে। জব্দ করা সোনার বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা। ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম গ্রহণের প্রস্তুতি চলছে।