সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

যাত্রীরা মেট্রোরেলে, বাসে হাহুতাশ

উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালুর পর এই রুটে এখন বাস সামনের রাস্তা আটকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে যাত্রীর জন্য। গতকাল সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকা
ছবি: খালেদ সরকার

ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার পর এ পথে যেতে আর বাসে ওঠেননি মিঠু হালদার। তাঁর বাসা মিরপুরের পল্লবীতে। তাঁকে অফিসের কাজে প্রতিদিন মতিঝিলে যেতে হয়। মিঠু প্রথম আলোকে বলেন, মেট্রোরেলে পল্লবী থেকে মতিঝিল যেতে তাঁর সময় লাগে ২৬ থেকে ২৭ মিনিট। আগে বাসে যেতে সময় লাগত দুই থেকে আড়াই ঘণ্টা। মিঠুর মতো অনেক নিয়মিত যাত্রীই এখন বাসে চলাচল বাদ দিয়েছেন। তাঁরা বেছে নিয়েছেন মেট্রোরেল। এ কারণে মিরপুর-মতিঝিল পথে বাসে যাত্রী কমেছে। আয় কমেছে মালিক ও শ্রমিকদের। বিস্তারিত পড়ুন...

খুলনায় চোখে-মুখে আঠা লাগিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড
ফাইল ছবি

খুলনার পাইকগাছায় রোববার রাতে এক গৃহবধূর চোখে-মুখে আঠা লাগিয়ে এবং হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। প্রতিবেশীরা সোমবার ভোরের দিকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন।
বিস্তারিত পড়ুন...

পাকিস্তানে সরকার হতে পারে তিনভাবে

নওয়াজ শরিফ, ইমরান খান ও বিলাওয়াল ভুট্টো জারদারি
ছবি: রয়টার্স

পাকিস্তানের সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অবধারিতভাবে দেশটিতে জোট সরকার গড়তে হচ্ছে। কিন্তু ক্ষমতার ভাগাভাগির বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। এ নিয়ে কোনো দলই মুখ খোলেনি। নির্বাচন ঘিরে সহিংসতা, রাজনৈতিক অচলাবস্থা ও স্বচ্ছতা নিয়ে অভিযোগ সব মহলে আলোচিত হচ্ছে। বিস্তারিত পড়ুন...

দোরগোড়ায় মিয়ানমারের গৃহযুদ্ধ, কী করবে বাংলাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় সংকেতমূলক লাল পতাকা টাঙাচ্ছেন বিজিবির সদস্যরা
ছবি : প্রথম আলো

মিয়ানমারের গৃহযুদ্ধ এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে, বিবদমান পক্ষগুলোর জন্য যেমন, তেমনি বাংলাদেশের জন্যও। মিয়ানমার সেনাদের সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলছে বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায়। সীমান্ত পেরিয়ে আসা গোলাগুলিতে আগেই বেশ কয়েকজন আহত হয়েছিলেন বাংলাদেশের ভেতরে। বিস্তারিত পড়ুন...

তিন সংস্করণে নতুন অধিনায়ক নাজমুল, নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ

বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেন
প্রথম আলো

তিন সংস্করণেই বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে বড় এই দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন