নির্বাচন ঘিরে দমন–পীড়নে বিরক্ত জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ‘দমনমূলক পরিবেশ’ সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের শান্তিপূর্ণ সভা–সমাবেশের স্বাধীনতাবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমা ভুলে। শুক্রবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

বাংলাদেশের নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে পৃথক তিনটি এক্স করেন জাতিসংঘের এই বিশেষ র‍্যাপোর্টিয়ার। প্রথম এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে রাজনৈতিক নেতা–কর্মী ও নাগরিক সমাজের ওপর দমন–পীড়ন বন্ধের জন্য কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি। এরপরও আসন্ন নির্বাচন ঘিরে যে দমনমূলক পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে আমি খুবই বিরক্ত।’  

পরবর্তী আরেক এক্স হ্যান্ডলে ক্লেমা ভুলে লিখেছেন, ‘ভিন্নমত দমনে নাগরিক সমাজের প্রতিনিধি, বিক্ষোভকারী ও বিরোধীদের অপরাধী সাব্যস্ত করা, পুলিশ বাহিনীর বাড়াবাড়ি ব্যবহার এবং সহিংসতা থেকে বিরত থাকতে আমি আগেও যে আহ্বান জানিয়েছিলাম, তা পুনরায় জানাচ্ছি।’  

নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে সর্বশেষ এক্স হ্যান্ডলে জাতিসংঘের এই কর্মকর্তা লেখেন, ‘নির্বাচনের আগে, নির্বাচনকালে ও পরে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের।’