ভোটাধিকারের দাবিতে গানের মিছিল, পুলিশের বাধা

শাহবাগ থেকে গানের মিছিল নিয়ে নূর হোসেন চত্বরের দিকে যাত্রা করে লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিকদের একটি দল। ঢাকা, ২৪ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ

ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিকদের গানের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সামনের সড়কে এ ঘটনা ঘটে।

শাহবাগ থেকে লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিকদেরা বিকেল চারটার দিকে গানের মিছিল শুরু করেন। মিছিলটি শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে গুলিস্তান এলাকায় নূর হোসেন চত্বর পর্যন্ত যাওয়ার কথা ছিল। তবে শাহবাগ থেকে রমনার আইইবি পর্যন্ত এলে পুলিশ রাস্তা আটকে দেয়। এরপর পুলিশের বাধার মুখে আইইবির সামনেই গানের মিছিল শেষ করেন তাঁরা।

এ বিষয়ে মিছিলকারী লেখক ও গবেষক রাখাল রাহা প্রথম আলোকে বলেন, ‘ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে আমরা বেশকিছু দিন ধরে কর্মসূচি পালন করে আসছিলাম। একই দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজও আমরা শাহবাগ থেকে নূর হোসেন চত্বর পর্যন্ত গানের মিছিল নিয়ে যাচ্ছিলাম। পথে আইইবির সামনে পৌঁছালে মিছিলের পথরোধ করে পুলিশ। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দলের মতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তির আন্দোলন করছি না। ফলে বাধার মুখে আমরা এখানেই মিছিল শেষ করতে বাধ্য হই।’

এ বিষয়ে রমনা জোনের সহকারী কমিশনার (এসি) সালমান ফারসি বলেন, ‘গুলিস্তান ও প্রেসক্লাব এলাকায় বিভিন্ন কর্মসূচি চলছিল। এতগুলো কর্মসূচির মধ্য দিয়ে তাঁরা গেলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারত। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাঁদের অনুরোধ করেছি মিছিল শেষ করার জন্য। তাঁরা আমাদের অনুরোধ রেখেছেন।’

‘কারার ঐ লৌহ–কবাট ভেঙে ফেল কর রে লোপাট’/ ‘এই শিকল পরা ছল, মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরেই, শিকল তোদের করবো রে বিকল’ এবং ‘দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার’—তিনটি গানে কণ্ঠ দেন মিছিলকারীরা। গানে তাঁরা ঢোল, দোতারা ও গিটারের ব্যবহার করেছেন। মিছিলের সবাই করতালি দিয়ে গানে কণ্ঠ মিলিয়েছেন।

এ গানের মিছিলে উপস্থিত ছিলেন শিল্পী ফারজানা ওয়াহিদ (সায়ান), শিল্পী অরূপ রাহী, সাংবাদিক মাহবুব মোর্শেদ, শিল্পী অমল আকাশ, কবি ফেরদৌস আরা, শিল্পী বীথি ঘোষ, সাংবাদিক এহেসান মাহমুদ ও সালাহ উদ্দিন, শিল্পী দিনা তাজরীন, অভিনেতা দীপক কুমার গোস্বামী প্রমুখ।