ঈদের আগে-পরে মোট ছয় দিন যেসব যান বন্ধ থাকবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়, ঢাকাছবি: প্রথম আলো

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগের তিন দিন এবং পরের তিন দিন পচনশীল দ্রব্য, পশু ও যাত্রীবাহী পরিবহন ছাড়া অন্য সব ধরনের পরিবহন (কাভার্ড ভ্যান, লরি ইত্যাদি) বন্ধ থাকবে। এ ছাড়া বাল্কহেড (বালুবাহী নৌযান), যাত্রীবাহী স্পিডবোট ও একেবারে ছোট লঞ্চ কোনো সময়ই রাতে চলাচল করতে পারবে না।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শাজাহান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা হতে পারে। ঈদ উপলক্ষে বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে এবং শহর এলাকায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও মহানগর পুলিশ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। জনগুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে যানজট নিরসনের কাজে এবারও ড্রোন ব্যবহার করা হবে। মহাসড়কে সিসিটিভি ক্যামেরা বাড়ানোসহ যানজট নিরসনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে। এবারও যেখানে যেটা প্রয়োজন, তার ব্যবহার করা হবে। এ ছাড়া রাজধানীর প্রবেশমুখে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারের ঈদযাত্রায় যানবাহনের ভাড়া বাড়ানো হবে না। পরিবহনমালিক ও পরিবহনশ্রমিকদের প্রতিনিধিরা তা সভায় বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সিটি করপোরেশন, মহানগর, জেলাগুলোতে মোট ৪ হাজার ৪০৭টি পশুর হাট বসবে। প্রতিটি পশুর হাটের নিরাপত্তায় অস্থায়ী পুলিশের ক্যাম্প বসানো হবে। বড় পশুর হাটে ওয়াচ টাওয়ার থাকবে। জাল নোট শনাক্তকরণ যন্ত্র, পশুচিকিৎসক থাকবেন। পুলিশ, র‍্যাব ও আনসারের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও থাকবেন।

পশুবাহী যানবাহনকে সব সময় রাস্তার বাঁ পাশের লেন ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পশুবাহী গাড়িতে তাদের গন্তব্যস্থল বা কোন হাটে যাবে, সেই হাটের নাম লিখে রাখতে হবে। যাতে বাইরে থেকে বোঝা যায়। এটার উদ্দেশ্য হলো রাস্তাঘাটে কেউ যাতে জোর করে গাড়ি থেকে পশু নামাতে না পারে এবং চাঁদাবাজি করতে না পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের মে মাসের বেতন সম্পূর্ণ দিতে হবে। একই সঙ্গে উৎসব ভাতা (বোনাস) ঈদের ছুটির আগে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে বিজিএমইএ, বিকেএমইএর সভাপতি ও সাধারণ সম্পাদকেরা একমত পোষণ করেছেন।

এ ছাড়া সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ছুটি দেবে বলেও সিদ্ধান্ত হয়েছে সভায়।