সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদের মধ্যে ছিল সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার এক মাস পর চট্টগ্রাম বন্দরে এমভি আবদুল্লাহর নাবিকদের ফেরার খবরটি। পাশাপাশি ‘বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, তাসকিন সহ-অধিনায়ক’ খবরটিতেও পাঠকের আগ্রহ ছিল। এ ছাড়া আছে বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

চট্টগ্রাম বন্দরে এমভি আবদুল্লাহর নাবিকেরা

চট্টগ্রাম বন্দর জেটিতে ফিরেছেন এম ভি আবদুল্লাহ জাহাজের নাবিকেরা। আজ বিকেল ৪টায় বন্দরের নিউমুরিং টার্মিনালে
ছবি: সৌরভ দাশ

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার এক মাস পর দেশে ফিরেছেন এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকেরা। আজ মঙ্গলবার বিকেল চারটায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালে পৌঁছেছেন নাবিকেরা। বিস্তারিত পড়ুন...

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন: ৬৫ শতাংশ হতে যাচ্ছে লিখিত, ৩৫ শতাংশ কার্যক্রমভিত্তিক

প্রথম আলো ফাইল ছবি

নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে ৬৫ শতাংশ। আর কার্যক্রমভিত্তিক অংশের ওয়েটেজ হবে ৩৫ শতাংশ। সম্প্রতি মূল্যায়নের বিষয়ে এ–সংক্রান্ত কমিটি যে সুপারিশ করেছিল, তা থেকে কিছুটা পরিবর্তন এনে লিখিত অংশের ওয়েটেজ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত পড়ুন...

সুনামগঞ্জ যাই, ডিসি স্যার দেখা করতে বলেছেন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ফারজিনার বাবা

গতকাল সুনামগঞ্জ থেকে সিলেটে যায় ফারজিনার পরিবার
ছবি: প্রথম আলো

ছয় মাস ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী ফারজিনা আক্তারের পরিবারের দিনগুলো অনিশ্চয়তায় কাটছিল। কারণ, তাদের থাকার কোনো জায়গা ছিল না। সরকারের কাছ থেকে বরাদ্দ হওয়া স্বপ্নের ঘরের জন্য দিনের পর দিন সংশ্লিষ্ট ব্যক্তিদের অফিসে ধরনা দিয়েও কোনো আশ্বাস ছাড়া তেমন কিছুই মিলছিল না। বিস্তারিত পড়ুন...

নিজের উদ্ভাবিত নতুন চিকিৎসায় ক্যানসারমুক্ত হলেন চিকিৎসক

অস্ট্রেলীয় চিকিৎসক রিচার্ড স্কোলিয়ার
ছবি: এক্স থেকে সংগৃহীত

মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত অস্ট্রেলীয় চিকিৎসক পরীক্ষামূলক এক নতুন পদ্ধতিতে নিজের চিকিৎসা করছেন। তিনি যে ধরনের জটিল ক্যানসারে আক্রান্ত, তাতে রোগীরা এক বছরের কম সময়ে মারা যান। তবে নতুন চিকিৎসাপদ্ধতি ব্যবহার করে রিচার্ড স্কোলিয়ার নামের ওই আক্রান্ত চিকিৎসক এক বছরের বেশি সময় ধরে ক্যানসারমুক্ত আছেন। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, তাসকিন সহ–অধিনায়ক

বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক থাকবেন তাসকিন আহমেদ
প্রথম আলো

টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করা দলে কোনো চমক নেই। চোট–শঙ্কায় থাকা তাসকিন আহমেদ আছেন দলে, তিনিই বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক। অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন।  বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন