জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব হলেন মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মেজবাহ উদ্দিন চৌধুরী জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমের স্থলাভিষিক্ত হচ্ছেন। মেজবাহ উদ্দিন চৌধুরী স্থানীয় সরকার বিভাগের সচিব হওয়ার আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ এপিডি শাখায় অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হয়ে যাচ্ছেন।