রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলায় নারাজির আবেদনে ইআরএফ’র উদ্বেগ

রোজিনা ইসলাম
ফাইল ছবি

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর মামলার বাদীর নারাজি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। রোজিনা ইসলাম ইআরএফের স্থায়ী সদস্য।

নারাজির পরিপ্রেক্ষিতে মামলাটি অধিকতর তদন্তে পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিবৃতিতে ইআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম উদ্বেগ জানিয়ে বিবৃতিটি দেন। সংগঠনের পক্ষে গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন ইআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহ আলম নুর।

বিবৃতিতে বলা হয়েছে, রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা থেকে ডিবি পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার প্রায় সাত মাস পর আবার নারাজি দিয়েছেন মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিব্বির আহমেদ ওসমানী। এটি স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়। তারা অবিলম্বে এই মামলা থেকে রোজিনা ইসলামকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান।

সাংবাদিক রোজিনা ইসলাম ২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে হেনস্থার শিকার হন। তাঁকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখার পর শত বছরের পুরোনো ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে’ এ গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলা তদন্ত করে গত বছরের জুলাইয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে তাতে বলা হয়, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে কোনো উপাদান পাওয়া যায়নি। গত সোমবার আদালতে হাজির হয়ে ওই প্রতিবেদনে নারাজি দেন মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিব্বির আহমেদ ওসমানী। আদালত তাঁর আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।