স্থানীয় উদ্যোক্তাদের ক্ষমতায়নে প্রবৃদ্ধি প্রকল্প ও এসজিএসের মধ্যে চুক্তি

ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মারকাস এহমান ও এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মো. আবদুর রশিদ
ছবি: সংগৃহীত

স্থানীয় উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। তাদের ক্ষমতায়ন, ব্যবসায়িক প্রতিযোগিতা জোরদার ও পৌরসভা পর্যায়ে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় সরকার বিভাগের প্রবৃদ্ধি প্রকল্প ও এসজিএস বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মারকাস এহমান ও এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মো. আবদুর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সোহেল ইবনে আলী বলেন, এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রসার ঘটাবে।

এসজিএস বাংলাদেশ লিমিটেডের আবদুর রশিদ বলেন, এই চুক্তির মাধ্যমে উদ্যোক্তারা জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
আয়োজকেরা জানান, এই চুক্তির অধীনে প্রবৃদ্ধি প্রকল্প বাস্তবায়নাধীন পৌরসভাগুলোতে রাইস মিল, লাইট ইঞ্জিনিয়ারিং, পাদুকা শিল্প এবং আম উৎপাদনের মতো ক্ষেত্রগুলো অগ্রাধিকার পাবে।

স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও সুইস কন্টাক্টের যৌথ উদ্যোগে প্রবৃদ্ধি প্রকল্পটি বর্তমানে দেশের ছয়টি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। ২০২৪ সালের মধ্যে আরও দুটি পৌরসভা এই প্রকল্পে যুক্ত হবে। প্রকল্পে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার যৌথ অর্থায়ন করছে।