ধারাবাহিকতা রক্ষা করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করব: নতুন শিক্ষামন্ত্রী
নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আগের ধারাবাহিকতা রক্ষা করেই তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার রাজধানীর বনানীর বাসায় নতুন শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এবার শিক্ষামন্ত্রীর পদে আনা হয়েছে পরিবর্তন। বিদায়ী মন্ত্রিসভায় এই মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করা মহিবুল হাসান চৌধুরীকে পূর্ণ মন্ত্রী করে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বিদায়ী মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী দীপু মনিকে সমাজকল্যাণমন্ত্রী করা হয়েছে। আগের মন্ত্রিসভার সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ নতুন মন্ত্রিসভায় স্থান পাননি।
সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নতুন শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষা পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে পথচলার পরিকল্পনাগুলো করব।’
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আজকে কোনো চ্যালেঞ্জের কথা বলতে চাই না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার গঠন করেছেন। তিনি ২০০৯ সাল থেকে শিক্ষায় অনেক বিনিয়োগ করেছেন। শিক্ষায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং রূপান্তরের কাজ চলমান আছে। সেই চলমান কাজ আমরা এগিয়ে নিতে চাই। আজ চ্যালেঞ্জের কথা নয়, চ্যালেঞ্জ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট জনগণ সৃষ্টির পথে আমরা হাঁটছি, সেই ট্রান্সফরমেটিভ কাজগুলোকে এগিয়ে নেওয়া হবে।’
শিক্ষায় অংশীজনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে বলে জানান নতুন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমি কী পদক্ষেপ নেব সেটি মুখ্য বিষয় নয়, ভবিষ্যতে আমরা কী পদক্ষেপ নেব, সেটি মুখ্য বিষয়।’