বাবা-মেয়ে পরস্পরকে লিখুন চিঠি, জানান না-বলা কথাগুলো

চিঠির মাধ্যমে বন্ধন উদ্‌যাপন: ‘কথা হোক’

হৃদয়ের গভীরে যে সম্পর্কটি যত্নে রাখেন বাবা-মেয়ে, নানা কারণে হয়তো পরস্পরকে বলা হয়ে ওঠে না সেই ভালোবাসা, আবেগ, অভিমান, অভিযোগ, অনুরাগ ও বন্ধনের কথা। বাবা-মেয়ের অব্যক্ত সেই কথাগুলো প্রকাশ করতে পরস্পরকে চিঠি লেখার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। ইউএনএফপিএর ‘সেলিব্রিটিং ডটার্স’ ক্যাম্পেইনের আওতায় ‘কথা হোক’ নামের এই আয়োজনের সহযোগিতায় রয়েছে প্রথম আলো ডটকম।

‘কন্যা অনন্যা’ স্লোগান সামনে রেখে অনলাইন ও অফলাইনে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই আয়োজন বাংলাদেশের আনাচকানাচের অসংখ্য তরুণ-তরুণীকে সম্পৃক্ত করবে। এক গবেষণায় দেখা গেছে, নারীর শিক্ষাগত অর্জন, কর্মজীবনে সফলতা, মানসিক স্বাস্থ্য, যোগাযোগদক্ষতা ও আত্মবিশ্বাস এবং সর্বোপরি সমাজে জেন্ডার সমতার বিকাশে বাবারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এই উদ্যোগ তাই বাবা-মেয়ের মধ্যকার বন্ধন এবং সমাজে তার ইতিবাচক প্রভাবের ওপর আলোকপাত করবে।

এবার ‘কথা হোক’। অক্ষর আর শব্দে কথা বলবে বাবা-মেয়ের সম্পর্কের অব্যক্ত অনুভূতিগুলো। #CelebratingDaughters হ্যাশ-ট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাঁদের বাবা কিংবা মেয়েসন্তানের উদ্দেশে চিঠি লিখতে পারবেন নিজ নিজ ওয়ালে এবং বন্ধুদের ট্যাগ করে তাঁদেরও চিঠি লিখতে উৎসাহ দিতে পারবেন।

জমা পড়া চিঠি থেকে বিচারক কর্তৃক নির্বাচিত সেরা দুটি চিঠির ওপর নির্মিত হবে বিশেষ ভিডিও এবং ৫০টি চিঠি নিয়ে প্রকাশিত হবে বই। নির্বাচিত চিঠির প্রেরক ও প্রাপকের জন্য থাকবে বাড়তি আয়োজন। এ ছাড়া চিঠিগুলো নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।

চিঠি পাঠানোর নিয়মাবলী—

১. বাবা-মেয়ে পরস্পরের উদ্দেশে লেখা চিঠিতে জানাবেন ভালোবাসা, আবেগ-অনুভূতি, ধন্যবাদ-কৃতজ্ঞতা, অভিমান-অনুযোগ ও বন্ধনের কথা।
২. বাংলা বা ইংরেজি—চিঠি লেখা যাবে যেকোনো ভাষায়, সর্বোচ্চ ৬০০ শব্দে।
৩. চিঠি পোস্ট করা যাবে তিনভাবে:
• কাগজে লিখে ছবি তুলে বা স্ক্যান করে
• ওয়ার্ড/পিডিএফ ফাইল অ্যাটাচড (সংযুক্ত) করে
• ফেসবুক প্রোফাইলে লিখে সেটার লিংক দেওয়ার মাধ্যমে
৪. প্রেরক চাইলে চিঠির সঙ্গে সংযুক্তি হিসেবে দ্বৈত (বাবা-মেয়ে) বা দুজনের আলাদা ছবি দিতে পারবেন।
৫. চিঠি লেখকের নাম, পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

৬. চিঠি পাঠাতে হবে [email protected] মেইলে।
৭. জমা পড়া চিঠি ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন প্রদর্শনী, প্রচারসহ অব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে। এ ক্ষেত্রে চিঠি-স্বত্ব থাকবে ইউএনএফপিএ এবং প্রথম আলোর।
৮. চিঠি পাঠানোর শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত।
৯. আয়োজনসংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

চিঠি লেখার ব্যতিক্রমী এই আয়োজন কন্যাসন্তানদের লালনপালন, বিকাশ ও সার্বিক কল্যাণে বাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার ক্ষেত্রে ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজে পুত্রসন্তানের অগ্রাধিকার ও কন্যাবিমুখিতার মতো সামাজিক রীতিনীতিকে পরিবর্তন করার বৃহত্তর লক্ষ্যে কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টজনেরা।