কদমতলীতে মা–মেয়েকে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

পারিবারিক কলহের জের ধরে ১৫ বছর আগে রাজধানীর কদমতলী এলাকায় এক গৃহবধূ ও তাঁর মেয়েকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম আজ রোববার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন আল আমিন ও মিরাজ মোল্লা। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ ওয়ালিউল ইসলাম।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জের ধরে ২০১০ সালের ৮ মে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে ইয়াসমিন আলম ও তাঁর মেয়ে ইয়ারিন আলমকে হত্যা করা হয়।

পিপি মুহাম্মদ ওয়ালিউল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্ত শেষে ২০১০ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ৮ জানুয়ারি বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ থেকে ১৫ সাক্ষীকে আদালতে হাজির করা হয়।