নৃত্য-সংগীত আর জয় বাংলা স্লোগানে ছায়ানটের বিজয় উদ্‌যাপন

দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন একদল শিল্পীছবি: আশরাফুল আলম

দেশের গান, আবৃত্তি, নৃত্য আর জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্‌যাপন করল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজনের লক্ষ্য ছিল মানবিক ও সম্প্রীতি বোধের সঞ্চার ঘটানো।

আজ শনিবার বিজয় দিবসের বিকেলে এ আয়োজনে ছায়ানটের শিল্পী-শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সবার গায়ে ছিল বাংলাদেশের জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রঙের পোশাক। ২০১৫ সাল থেকে যৌথভাবে এ আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছায়ানট।

কাব্যনাটকের নির্বাচিত অংশ উপস্থাপন করেন অভিনয়শিল্পী ত্রপা মজুমদার
ছবি: প্রথম আলো

বিকেল পৌনে চারটায় ছায়ানটের বিজয় উদ্‌যাপনের আয়োজন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ৫০ মিনিটের আয়োজনে ছিল নৃত্যসহ আটটি সম্মিলিত সংগীত। গানগুলোর মধ্যে ছিল রবীন্দ্রনাথের ‘ও আমার দেশের মাটি’ এবং নজরুলের ‘কারার ঐ লৌহ–কবাট’। সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকের নির্বাচিত অংশ উপস্থাপন করেন অভিনয়শিল্পী ত্রপা মজুমদার।

আয়োজনে নৃত্যগীত উপস্থাপনের ফাঁকে ফাঁকে সমবেত কণ্ঠে জয় বাংলা স্লোগানও দেওয়া হয়। বিকেল ৪টা ৩৪ মিনিটে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মুহূর্তকে স্মরণ করা হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান
ছবি: প্রথম আলো

ছায়ানটের শিল্পী-শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এ আয়োজনে যুক্ত ছিলেন থার্টিন হুসার্স ওপেন স্কাউট গ্রুপ, ব্রতচারী, আজিমপুর গার্লস হাইস্কুল, আটি ভাওয়াল উচ্চমাধ্যমিক বিদ্যালয়, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, ঢাকা ইমপেরিয়াল কলেজ, নালন্দা বিদ্যালয় ও সানিডেলের শিক্ষার্থীরা।