কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নয়াপাড়া এলাকায় আজ মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় কমল দাস (৪৭) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন।

কমল দাস বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কলাপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজে চাকরি করেন। পাশাপাশি নিজেও ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

কমলের স্ত্রী মালা রানী দাস বলেন, কমল ব্যবসায়িক কাজে গতকাল সোমবার কুয়াকাটায় যান। সেখানে রাতে অবস্থান করার পর আজ সকালে কলাপাড়া পৌর শহরের বাসার পথে রওনা করেন। তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন।

কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কমলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। এ রকম আবহাওয়ার মধ্যে গ্রিন লাইন পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে কুয়াকাটা যাচ্ছিল। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজের পরিচালক স্বপন হাওলাদার বলেন, ‘কমল আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। পাশাপাশি নিজেও ছোটখাটো ঠিকাদারি কাজ করেন। ব্যবসায়িক কাজ শেষ করে নিজের বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। এ জন্য গ্রিন লাইন পরিবহনের চালকই দায়ী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘আমরা পরিবহনটি আটক করেছি। এর চালক পলাতক রয়েছেন। কমলের লাশ ময়নাতদন্তের পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’