সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ অক্টোবর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বিপুল ব্যয়ে স্টেশনবিলাস

ঢাকার কমলাপুর রেলস্টেশনের আদলে গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৫৮ কোটি টাকায় বঙ্গবন্ধু হাইটেক সিটি স্টেশনটি নির্মাণ করা হয়। এখানে থামে মাত্র দুটি ট্রেন
ছবি: মাসুদ রানা

প্রায় ৫৮ কোটি টাকা ব্যয় করে গাজীপুরের কালিয়াকৈরে একটি রেলস্টেশন নির্মাণ করেছে রেলওয়ে। প্রতিদিন গাজীপুর শিল্পাঞ্চল, ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে ১০ হাজারের বেশি যাত্রী যাতায়াত করবেন—এমনটা ধরে নিয়ে স্টেশনটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু গত তিন বছরে স্টেশনটি থেকে দিনে গড়ে যাত্রী যাতায়াত করেছেন মাত্র ৪৭ জন।
বিস্তারিত পড়ুন...

যেসব পদক্ষেপ ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়

জুলাই অভ্যুত্থানে বিপুলসংখ্যক সাধারণ মানুষ যেসব কারণে রাস্তায় নেমে এসেছিলেন, তার মধ্যে অন্যতম হলো নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ রকম অবস্থায় বাজার নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে লিখেছেন কল্লোল মোস্তফা।
বিস্তারিত পড়ুন...

জামায়াতের আমিরের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের পরিবার

বাংলাদেশের সংবিধান নিয়ে জামায়াতের আমিরের মন্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে ’৭২–এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের পরিবারের পক্ষ থেকে। আজ এক বিবৃতিতে পরিবারগুলোর সদস্যরা বলেন, বাংলাদেশের সংবিধান স্বাধীন সার্বভৌম এই দেশের মাটিতেই  রচনা করা হয়েছে। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের পরিবারগুলোর পক্ষ থেকে আজ শনিবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠানো হয়। বিস্তারিত পড়ুন...

অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই

অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন
ছবি: ফেসবুক থেকে

চলে গেলেন টেলিভিশন ও মঞ্চনাটকের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় মারা গেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
বিস্তারিত পড়ুন...

তৃতীয় টি–টোয়েন্টি: মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ, ভারতের অবিশ্বাস্য ব্যাটিং, রেকর্ড রানে হার বাংলাদেশের

ভারতের রানের নিচে চাপা পড়েছে বাংলাদেশ
এএফপি

হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। নাজমুল হোসেনদের চার সপ্তাহের ভারত সফর শেষ হচ্ছে এ ম্যাচ দিয়ে। তবে ম্যাচটির বড় ট্যাগলাইন এখন ‘মাহমুদউল্লাহর বিদায়ী টি–টোয়েন্টি’। বিস্তারিত পড়ুন...