সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার ও শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তিসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতারা এ দাবি জানান। তাঁদের অন্য দাবিগুলো হলো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর বিচার নিশ্চিত করা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো।
গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনমনে যে ক্ষোভ, সরকার তার ভয়ে ভীত। সরকার হামলা-মামলার ভয় দেখিয়ে সব সাংবাদিকতাকে ধন্যবাদ সংবাদিকতায় রূপান্তর করতে চায়। তিনি অবিলম্বে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান ও এই আইনে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানাই।’
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের সহসাধারণ সম্পাদক ফাতেমা রহমান, অর্থ সম্পাদক ফারহানা মুনা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক প্রমুখ বক্তব্য দেন।