পুলিশের চার ডিআইজি হলেন অতিরিক্ত আইজিপি

পুলিশ লোগো

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। এ ছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে গ্রেড-১ দেওয়া হয়েছে।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চার কর্মকর্তার পদোন্নতি ও দুজনের গ্রেড-১ দেওয়ার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি জামিল আহমদ, ওই অধিদপ্তরের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. হুমায়ুন কবির এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলমকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে গ্রেড-১ দেওয়ার কথা জানানো হয়।