ঢাকা মহানগর ও দায়রা জজ আদালতে তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামানের আদালতে আজ রোববার তাঁরা সাক্ষ্য দেন।

এ নিয়ে এই মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। আগামীকাল সোমবারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। আজ যে দুজন সাক্ষ্য দিয়েছেন, তাঁরা হলেন ইসলাম গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম ও পরিচালক আবদুর রহিম চৌধুরী। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।

ঢাকা আইনজীবী সমিতির সামনে আজ দুপুরে বিএনপির সমর্থক আইনজীবীরা এ মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন। তবে বেলা তিনটার দিকে মামলার শুনানির সময় তাঁরা এজলাসকক্ষের সামনে যাননি। এর আগে গত ৩০ ও ৩১ মে শুনানির আগে-পরে বিএনপির সমর্থক ও আওয়ামী লীগের সমর্থক আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।