আনন্দের দিন, স্বীকৃতির দিন

শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে সনদ হাতে উচ্ছ্বাস শিক্ষার্থীদের। গতকাল টাঙ্গাইলে
ছবি: প্রথম আলো

এটা আনন্দের দিন, এটা স্বীকৃতির দিন। ফাগুনের নাতিশীতোষ্ণ দিনে সকাল সকাল সবার উপস্থিতি জানান দিয়েছে তারই। এসেছেন অভিভাবকেরা, ছিলেন বিশিষ্টজনেরা। তাঁরা কথা বলেছেন, শুনেছেন। ছিল গান-কবিতা-নৃত্যসহ নানা আয়োজন।

বলা হচ্ছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের কথা। গতকাল শুক্রবার টাঙ্গাইল, পিরোজপুর ও মেহেরপুর জেলায় এ সংবর্ধনা দেওয়া হয়।

টাঙ্গাইলের অনুষ্ঠানটি হয় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে। সকাল সাড়ে ১০টায় উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

বুথ থেকে সনদ ও ক্রেস্ট সংগ্রহ করছে কৃতী শিক্ষার্থীরা। গতকাল পিরোজপুরে
ছবি: সাইয়ান

শিক্ষার্থীদের উদ্দেশে সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দী বলেন, ‘সারা বিশ্বের সঙ্গে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। এ সাফল্য যেন সারা জীবন বজায় থাকে।’

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল করিম বলেন, ‘আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে।’

প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি ও কলাম লেখক সোহরাব হাসান বলেন, ‘বাংলাদেশ ভালো পথে যাবে না মন্দ পথে যাবে, তা আপনাদের ওপর নির্ভর করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি বাদল মাহমুদ, ভারতেশ্বরী হোমসের জ্যেষ্ঠ শিক্ষক হেনা সুলতানা, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা জিনিয়া বখ্শ প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের মধ্যে আহাদ মিয়া, সিনহা মেহেরজাবিন, জিসামুল হক ও হাসান এবং অভিভাবকদের মধ্যে রোকসানা পারভীন ও এম এ তারেক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর।

বন্ধুসভার সদস্যদের নৃত্য পরিবেশনা। গতকাল মেহেরপুরে
ছবি: শাহ আলম

কৃতিত্ব একার নয়

পিরোজপুরের অনুষ্ঠানটি হয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা মৌমিতা সরকার ও মো. সানাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি এ কে এম ফয়সাল।

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান বলেন, ‘তোমরা কষ্ট করে ভালো ফলাফল করেছ। এ জন্য তোমাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজ তোমাদের আনন্দের দিন, স্বীকৃতির দিন।’

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আজম বলেন, পড়াশোনার পাশাপাশি নিজেকে বিনয়ী, দেশপ্রেমিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

প্রথম আলোর হেড অব ইন্টিগ্রেটেড গ্রাফিকস সৈয়দ লতিফ হোসাইন বলেন, ‘এই কৃতিত্ব তোমাদের একার নয়। মা-বাবা ও শিক্ষকদের সহযোগিতা ছিল।’

আরও বক্তব্য দেন পিরোজপুর আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার মৃধা, পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা সাকিল সরোয়ার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মিথিলা আহমেদ।

ভুলতে হবে ভেদাভেদ

মেহেরপুরের অনুষ্ঠানটি হয় সেখানকার শহীদ সামসুজ্জোহা পার্কে। বন্ধুসভার সদস্য মোহাইমিনুর আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি আবু সাঈদ।

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য হচ্ছে তাঁদের উজ্জীবিত করা।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সফিউল ইসলাম সরদার বলেন, শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ বলেন, কৃতী শিক্ষার্থীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্ব রাখবে, এটাই প্রত্যাশা।

কৃতী শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, সনদ, নাশতা, প্রথম আলো ই-পেপার (এক মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।

দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।