আমির হোসেন আমু, তাঁর স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তাঁর স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা ৪৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আমির হোসেন আমু, তাঁর স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরে সেগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত আমির হোসেন আমু, তাঁর স্ত্রী ও কন্যার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, আমির হোসেন আমুর ১৪টি ব্যাংক হিসাব ও একটি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে। এর বাইরে তাঁর স্ত্রী সাঈদা হকের (মৃত) নামে ১৩টি ব্যাংক হিসাব ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ, নিয়োগ-বাণিজ্য, টেন্ডার-বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান চলছে।
গত বছরের ১৮ নভেম্বর আমির হোসেন আমু ও তাঁর মেয়ে সুমাইয়া হোসেনসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। অন্য দুজন হলেন আমির হোসেন আমুর সহকারী একান্ত সচিব ফখরুল মজিদ মাহমুদ ও তাঁর স্ত্রী রাফেজা মজিদ।
গত বছরের ৬ নভেম্বর রাজধানীর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমির হোসেনকে আমুকে গ্রেপ্তার করে পুলিশ। তখন পুলিশ জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের সমন্বয়ক।