লাখো মানুষের শ্রদ্ধা, সমাহিত ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁর দাফন হয়। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা হয়, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ শীর্ষ নেতারা অংশ নেন।