লাশটি সাংবাদিক বিভুরঞ্জনের, ধারণা পুলিশ ও স্বজনদের

বিভুরঞ্জন সরকারছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া লাশটি প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে ধারণা করছেন তাঁর স্বজন ও পুলিশ। বিভুরঞ্জন আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক। গতকাল তিনি ঢাকার সিদ্ধেশ্বরীর বাসা থেকে কর্মস্থলে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি। এ বিষয়ে তাঁর পরিবার রমনা থানায় সাধারণ ডায়েরি করে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, বিভুরঞ্জন সরকারের ছবির সঙ্গে মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া লাশের মিল রয়েছে।