আকিজ ইনসাফ গ্রুপে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগ দিলেন অনুপ কুমার সাহা
বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ ইনসাফ গ্রুপে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন অনুপ কুমার সাহা। তিনি গ্রুপের ফুড কমোডিটি ব্যবসার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুপ কুমার সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে মার্কেটিংয়ে এমবিএ করেন। পরে ইউএসএইডের স্কলারশিপ পেয়ে অ্যাগ্রিবিজনেস বিষয়েও এমবিএ সম্পন্ন করেন। তিনি ভারতের মহীশূরের ইন্টারন্যাশনাল স্কুল অব মিলিং টেকনোলজি থেকে ফ্লাওয়ার মিল কোর্স করেন। এ ছাড়া জাপান ও কানাডা থেকেও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন।
আকিজ ইনসাফ গ্রুপে যোগদানের আগে অনুপ কুমার সাহা নাবিল গ্রুপের চিফ অপারেটিং অফিসার পদে কাজ করেন। এর আগে দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ে এসিআইএর অনেকগুলো সফল ব্যবসা ও ব্র্যান্ডস তৈরির রূপকার ছিলেন তিনি।