চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তাহেরের পদত্যাগের দাবিতে আজ রোববারও শিক্ষার্থীরা মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেছেন। পদত্যাগ না করে দায়িত্বে থাকায় উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তাঁরা।
এর আগে গত বুধবার দিবাগত রাতে উপাচার্যকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে বৃহস্পতিবার রাতে ওই সময় শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত করা হয়। উপাচার্যের পাশাপাশি, সহ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও সব হলের প্রাধ্যক্ষের পদত্যাগ চান শিক্ষার্থীরা। এই দাবিতে গতকাল শনিবার থেকে তাঁরা উপাচার্যের বাসভবন ও প্রক্টর কার্যালয়েও তালা দিয়ে রেখেছেন।
শিক্ষার্থীদের এসব দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্রছাত্রী নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আলী আজগর চৌধুরী ও তিন হলের প্রাধ্যক্ষসহ মোট ১৪ জন পদত্যাগ করেন। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁদের দাবি উপাচার্য আগের সরকারের সঙ্গে লেজুড়বৃত্তি করে পদে এসেছিলেন। আন্দোলন চলাকালে ছাত্রীদের হল থেকে বের করে দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হলে থাকতে দিয়েছেন। শিক্ষার্থীদের ওপর হামলার পরোক্ষভাবে মদদ দিয়েছে। এসবের দায় নিয়ে উপাচার্য ও সহ-উপাচার্যদের পদত্যাগ করতে হবে।
জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাসেল আহমেদ প্রথম আলোকে বলেন, বেঁধে দেওয়া সময়ে পদত্যাগ না করায় তাঁরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। দাবি না আদায় পর্যন্ত তাঁরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন।
গতকালও কার্যালয়ে আসেননি উপাচার্য মো. আবু তাহের। এ ব্যাপারে বক্তব্য জানতে চেয়ে উপাচার্যের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।