ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও অতিথিরা
ছবি : সংগৃহীত

ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে পর্যালোচনা সভার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এমরানুল হক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পনসর  এ.টি.এম হায়াতুজ্জামান খান, বর্তমান ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ সরকার, পরিচালক মোহাম্মদ হানিফ, আবদুল্লাহ্ আল-আহসান, মির্জা ইয়াসির আব্বাস, রাখি দাশ গুপ্তা, সাবেক পরিচালক খন্দকার মোহাম্মদ শাহজাহান, স্বতন্ত্র পরিচালক আহবাব আহমেদ।

এ ছাড়াও  ব্যাংকের অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম শাহনেওয়াজ, এ এম এম মঈন উদ্দিন, মো. মোস্তাক আহমেদ, আখলাকুর রহমান, দারাশিকো খসরু, শেখ আব্দুল বাকির ও ঢাকা ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আরহাম মাসুদুল হক উপস্থিত ছিলেন।