‘নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে প্রয়োজনে আবার যুদ্ধ হবে’
সাম্য, ন্যায়, মানবিক মর্যাদার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু আজ নারী ও শিশুর প্রতি জঘন্য সহিংসতায় সমস্ত মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত। প্রয়োজনে এই ধর্ষক আর নিপীড়কদের বিরুদ্ধে বাংলাদেশে আরেকবার যুদ্ধ হবে। আর এই যুদ্ধ হবে ন্যায়ের যুদ্ধ, সম্প্রীতির যুদ্ধ, সম–অধিকারের যুদ্ধ।
শিশু ও নারীর প্রতি চলমান সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে এ কথাগুলো বলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহীন রেজার সঞ্চালনায় প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা।
ধর্ষক ও নিপীড়কদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে বক্তব্য দেন কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শহীদুল্লাহ ফারায়জি, কবি শাহীন রেজা, কবি শ্যামল জাকারিয়াসহ অনেকে।
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত দুষ্কৃতকারী, অন্যায়কারী এবং স্বৈরাচারের পক্ষের নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যদি আমরা তা না করতে পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কোনো দিনও প্রতিফলিত হবে না। আমরা জাতীয় কবিতা পরিষদের কবিরা এই দুঃসময়ে মানুষের পাশে থাকতে চাই।’