কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন হাজি সেলিম। তিনি ছেলে সোলায়মান সেলিমের কাছে ইশারায় জানতে চান, তাঁর কয় দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এ সময় সোলায়মান তাঁর ডান হাতের চারটি আঙুল উঁচিয়ে বলেন, ‘আব্বা, আপনার ও আমার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।’
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মনির হোসেন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম ও তাঁর ছেলে সোলায়মান সেলিমের আজ সোমবার এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
ছেলের কাছ থেকে রিমান্ডের কথা শোনার পর হাজি সেলিম চুপচাপ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন। পরে পুলিশ তাঁদের নিয়ে যায় আদালতের হাজতখানায়।
এ ছাড়া রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তাঁর ইউটিউবার ছেলে তৌহিদ আফ্রিদিকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জাতীয় পার্টির নেতা গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত এসব আদেশ দেন।
পিপি ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, শাহবাগ থানায় করা মনির হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হাজি সেলিম ও তাঁর ছেলে সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়েছিল। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত বাবা-ছেলেকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ও তাঁর ছেলে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
শুনানি শেষ হওয়ার পর হাজি সেলিম, সোলায়মান সেলিম, নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদিকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়।