টানা চতুর্থবার বৈশ্বিক গণমাধ্যম পুরস্কারে প্রথম আলোর স্বীকৃতি

ইনমা আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪’-এ ‘বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান,  ‘বেস্ট কমার্স প্রোডাক্ট অর সার্ভিস’ ক্যাটাগরিতে তৃতীয় স্থান এবং ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে প্রথম আলোছবি: সংগৃহীত

গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪-এ তিনটি পুরস্কার পেয়েছে প্রথম আলো। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে গণমাধ্যমের বিশ্ব কংগ্রেসের সমাপনী সন্ধ্যায় এই পুরস্কার ঘোষণা এবং বিতরণ করা হয়।

সংবাদমাধ্যমের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪’-এ ‘বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান,  ‘বেস্ট কমার্স প্রোডাক্ট অর সার্ভিস’ ক্যাটাগরিতে তৃতীয় স্থান এবং ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে প্রথম আলো।

বিশ্বের পত্রিকা, টেলিভিশন, রেডিওসহ সংবাদমাধ্যমের জন্য সম্মানজনক এই পুরস্কারের আসরে এর আগে ২০২১ সালে একটি সম্মানজনক স্বীকৃতি, ২০২২ সালে একটি প্রথম স্থান ও একটি দ্বিতীয় স্থান ও ২০২৩ সালে একটি দ্বিতীয় স্থান ও একটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করে প্রথম আলো।  এ বছর ৪৩টি দেশের ২৪৫টি সংবাদপত্র, ম্যাগাজিন, ডিজিটাল মিডিয়া, টেলিভিশন ও রেডিও থেকে ৭৭১টি উদ্যোগ আবেদন করে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসের জন্য।

১৯৩৭ সাল থেকে সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে ইনমা। গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসের সহযোগী গুগল নিউজ ইনিশিয়েটিভ।

মেরিল-প্রথম আলো পুরস্কার  অনুষ্ঠান ২৫ বছরে পা দিচ্ছে। ২৫তম অনুষ্ঠানের আগে আগে এই আন্তর্জাতিক স্বীকৃতি খুবই আনন্দের। এই পুরস্কার সব সময়ই বাংলাদেশের বিনোদন জগতের শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে কাজ করে আসছে।
মেরিল-প্রথম আলো পুরস্কারের সহ-আয়োজক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিপণন প্রধান ড. জেসমিন জামান
এ বছর ৪৩টি দেশের ২৪৫টি সংবাদপত্র, ম্যাগাজিন, ডিজিটাল মিডিয়া, টেলিভিশন ও রেডিও থেকে ৭৭১টি উদ্যোগ আবেদন করে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসের জন্য।
ছবি: সংগৃহীত

টিকটকে মেরিল-প্রথম আলো পুরস্কারের প্রচারণা: গত বছরের মেরিল-প্রথম আলো পুরস্কারে প্রচারণায় বিনোদন-সহযোগী হিসেবে যুক্ত হয় ‘টিকটক’। এর অংশ হিসেবে টিকটকে নানা রকম প্রচারণামূলক ইন-অ্যাপ কার্যক্রম প্রচারিত হয়। দেশে প্রথমবারের মতো চালু হয় প্রিয় তারকাকে টিকটকে ভোট করার সুযোগ। ভোট ছাড়াও বাংলাদেশের সবচেয়ে জমজমাট এই তারকা পুরস্কার অনুষ্ঠান ঘিরে এক মাসের বেশি সময় ধরে টিকটকে চলে অভিনব সব প্রচারণা।

টিকটকে এ সময়ে এই অনুষ্ঠান নিয়ে ৪৭ হাজার পোস্ট করেন পাঠকেরা, যার মোট ভিউ হয় প্রায় ৪১ কোটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিন্নধর্মী প্রচারণার জন্য ‘বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে 'মেরিল-প্রথম আলো পুরস্কার, টিকটককে কাজে লাগিয়ে অ্যানগেজমেন্টের রেকর্ড' নামের এই ক্যাম্পেইন।

এই পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে মেরিল-প্রথম আলো পুরস্কারের সহ-আয়োজক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিপণনপ্রধান ড. জেসমিন জামান বলেন  ‘মেরিল-প্রথম আলো পুরস্কার  অনুষ্ঠান ২৫ বছরে পা দিচ্ছে। ২৫তম অনুষ্ঠানের আগে এই আন্তর্জাতিক স্বীকৃতি খুবই আনন্দের। এই পুরস্কার সব সময়ই বাংলাদেশের বিনোদন জগতের শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে কাজ করে আসছে। টিকটকের সঙ্গে আমাদের যুক্ততা এর প্রচারণায় একটি নতুন মাত্রা যোগ করেছে। এ বছরও পুরস্কারের জন্য প্রিয় তারকাকে টিকটকে ভোট করা যাবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে। টিকটক প্ল্যাটফর্মে এসে ভোট দিয়ে পুরস্কার প্রক্রিয়ায় আমাদের পাঠক-দর্শকদের যুক্ত হতে আমন্ত্রণ জানাচ্ছি।’

প্রথম আলোর শুরু থেকেই পাঠকদের সঙ্গে যুক্ত থাকতে নিয়মিতভাবে আমরা নানান রকম উদ্ভাবনী উদ্যোগ নিয়ে থাকি। বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের পরিবর্তিত সময়ে এসে এমন উদ্যোগে নানা রকম বৈচিত্র্য যোগ হয়েছে। এগুলোর বেশির ভাগের ক্ষেত্রেই পাঠকদের থেকে আমরা ইতিবাচক সাড়া পাই। এমন অর্জন আমাদের উৎসাহিত করে।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে গণমাধ্যমের বিশ্ব কংগ্রেসের সমাপনী সন্ধ্যায় পুরস্কার ঘোষণা এবং বিতরণ করা হয়।
ছবি: সংগৃহীত

এই ক্যাটাগরিতে প্রথম স্থানে আছে পোল্যান্ডের শীর্ষ সংবাদমাধ্যম উইবোরজা আর তৃতীয় স্থান পায় পেরুর এল কমেরসিও। এই ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পায় সুইডেনের এক্সপ্রেসেন ও নরওয়ের ভিজি।

প্রথম আলো ডটকমের আয়োজনে গত সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ‘অনলাইন টিভি মেলা ২০২৩’। অবসর-মুহূর্ত উপভোগে, বিনোদন-সঙ্গী টেলিভিশন—স্লোগানে সপ্তাহব্যাপী এই মেলায় ১২টি টেলিভিশন ব্র্যান্ড তাদের বিভিন্ন ধরনের টিভি প্রদর্শন ও বিক্রয় করে। এ ছাড়া অনলাইন এই আয়োজনে ছিল দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের টিভির খোঁজ, দরদাম, অফারসহ বাংলাদেশে টিভির বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানের টিভির শোরুম ভিডিও, তারকাদের রিভিউ ভিডিও এবং টিভির আদ্যোপান্ত নিয়ে বিশেষ তথ্য আয়োজন। এই আয়োজন থেকে ক্রেতারা ঘরে বসেই অসংখ্য ব্র্যান্ড থেকে যাচাই-বাছাই করে কিনতে পারেন তাঁদের পছন্দের টিভি।

‘বেস্ট কমার্স প্রোডাক্ট অর সার্ভিস’ ক্যাটাগরিতে প্রথম আলোর আয়োজন 'অনলাইন টিভি মেলা'র প্রকল্পটি তৃতীয় স্থান অর্জন করে। এই ক্যাটাগরিতে প্রথম স্থানে আছে ব্রাজিলের সংবাদমাধ্যম এক্সেম আর দ্বিতীয় স্থান পায় নরওয়ের ভিজি।। এই ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে দক্ষিণ আফ্রিকার মিডিয়া টুয়েন্টি ফোর এবং আয়ারল্যান্ডের মিডিয়া হাউস।

আন্তর্জাতিক এই পুরস্কারপ্রাপ্তিতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলোর শুরু থেকেই পাঠকদের সঙ্গে যুক্ত থাকতে নিয়মিতভাবে আমরা নানান রকম উদ্ভাবনী উদ্যোগ নিয়ে থাকি। বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের পরিবর্তিত সময়ে এসে এমন উদ্যোগে নানা রকম বৈচিত্র্য যোগ হয়েছে। এগুলোর বেশির ভাগের ক্ষেত্রেই পাঠকদের থেকে আমরা ইতিবাচক সাড়া পাই। এমন অর্জন আমাদের উৎসাহিত করে।’

সংবাদমাধ্যমের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪’-এ ‘বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান,  ‘বেস্ট কমার্স প্রোডাক্ট অর সার্ভিস’ ক্যাটাগরিতে তৃতীয় স্থান এবং ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে প্রথম আলো।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত নানান তথ্য শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের কাছে পৌঁছে দিতে ২০২৩ সালের ২৩ ও ২৪ জুলাই  আ‌য়োজন করা হয় ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব ২০২৩’। দুই দিনের এ উৎসব রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  অনু‌ষ্ঠিত হয়। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি-সংক্রান্ত তথ্যের পাশাপাশি এই উৎসবে বিদেশে উচ্চশিক্ষার খোঁজখবরও জানা যাবে। ভর্তি উৎসবে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল, ইএমকে সেন্টারসহ মোট ৪৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন স্টল থেকে ভর্তির তথ্য, বৃত্তির খবর এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পা‌রেন।

‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভার্টাইজিং সেলস’ ক্যাটাগরিতে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় ভর্তি মেলার আয়োজনটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। এই ক্যাটাগরিতে প্রথম স্থানে আছে সুইডেনের শীর্ষ সংবাদমাধ্যম বোনিয়ের নিউজ, দ্বিতীয় স্থানে আছে ভারতের জাগরণ প্রকাশন এবং তৃতীয় স্থানে আছে যুক্তরাজ্যের নিউজ ইউকে, রিচ, গার্ডিয়ান ও টেলিগ্রাফের করা একটি যৌথ ক্যাম্পেইন। এই ক্যাটাগরিতে প্রথম আলোর সঙ্গে আরও সম্মানজনক স্বীকৃতি পেয়েছে নিউজিল্যান্ডের এনজেডএমই।

গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪-এ তিনটি পুরস্কার পেয়েছে প্রথম আলো
ছবি: সংগৃহীত

এবার গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডে জমা হওয়া ৭৭১টি আবেদনের বিচারকাজ করেন ২৩টি দেশের ৬০ জন বিচারকের একটি প্যানেল। মোট ২০টি ক্যাটাগরিতে ১৯৩টি ফাইনালিস্ট নির্বাচিত হয় এবং সেখান থেকে চূড়ান্ত পুরস্কার দেওয়া হয়। বিশ্বের সংবাদমাধ্যমগুলোর উদ্ভাবনী ও বেস্ট প্র্যাকটিস, মিডিয়া প্ল্যাটফর্মের সর্বোৎকৃষ্ট ব্যবহার, সাবস্ক্রিপশন,  এআই, ব্যবসায় উন্নয়ন এবং ডেটা ও ইনসাইটস বিবেচনায় সেরা উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। ইনমার আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ এশিয়া—এই ছয় অঞ্চলের নির্বাচিত আঞ্চলিক সেরা উদ্যোগগুলোকে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য বিবেচনা করা হয়। গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪-এর সেরা পুরস্কার ‘বেস্ট ইন শো’ পেয়েছে ফিনল্যান্ডের হেলসিঙ্গিন স্যানোমেট। দক্ষিণ এশিয়ার সেরা পুরস্কার লাভ করে ভারতের ইন্ডিয়া টুডের 'এআই নির্ভর নিউজরুম' প্রকল্পটি। এ বছর মাত্র দুটি সংবাদমাধ্যম দুটি করে প্রথম পুরস্কার পায়। তারা হলো নরওয়ের বার্জেনস টিডেন্ড ও নিউজিল্যান্ডের স্টাফ।

এই আয়োজন সম্পর্কে ইনমার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক আর্ল জে উইলকিনসন বলেন, 'সংবাদমাধ্যমগুলো ডিসরাপশন ও সংবাদ পরিহারের এই সময়ে এসে প্রথাগত ও পরিচিত কৌশলের বাইরে এসে কীভাবে পাঠকদের যুক্ত করে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।  স্বভাবতই এ বছর দারুণ কিছু উদ্ভাবনী চিন্তাকে আমরা পুরস্কার দিতে পেরেছি।'

সংবাদমাধ্যমের আন্তর্জাতিক আরেক সংগঠন ওয়ান-ইফরা আয়োজিত সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে গত মাসে আরও চারটি পুরস্কার পায় প্রথম আলো। গত ১৪ মার্চ ভারতের দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলো দুটি রৌপ্য, একটি ব্রোঞ্জ ও একটি সম্মানজনক স্বীকৃতি পায়। সব মিলিয়ে গত চার বছর ধরে টানা সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে প্রথম আলো মোট ১৩টি পুরস্কার পায়।