আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীরা বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন: আসিফ মাহমুদ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আর্চারি টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার বিকেলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামেছবি: প্রথম আলো

বাংলাদেশের নারীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের নাম উজ্জ্বল করছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার বিকেলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ‘কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট-২০২৫’–এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের নারীরা শুধু ক্রীড়া নয়, অন্যান্য সব ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, পোশাক খাতে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। জাতীয়, অর্থনীতি, সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক সব অর্জনে নারীদের যে অংশগ্রহণ, তার জন্য তাঁদের শুভেচ্ছা জানান উপদেষ্টা।

জুলাই গণ-অভ্যুত্থানে ১১ জন নারী শহীদ হয়েছেন জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। এই অভ্যুত্থানে আমাদের মোট ১১ জন নারী শহীদ হয়েছেন। আহত হয়েছেন সহস্র নারী। আমাদের অসংখ্য মা তাঁদের সন্তান হারিয়েছেন। এই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের জন্য যে নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন, তাঁদের সবার জন্য অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা।’

বাংলাদেশ আর্চারি ফাউন্ডেশনের উদ্যোগে দিনভর অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট। এতে অংশ নেন ১২টি দলের মোট ৮১ জন নারী আর্চার। এতে ৫টি মেডেল পেয়ে প্রথম হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। আর দুটি মেডেল পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ বিমানবাহিনী এবং বাকি দলগুলো ১টি করে মেডেল পায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মকসুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহম্মেদ প্রমুখ।

বক্তব্যে আসিফ মাহমুদ আরও বলেন, ‘আর্চারি ফেডারেশনের নারী আর্চাররা বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে আনছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের জন্য আরও সম্মান বয়ে আনবেন বলে আশা করছি। আমাদের যেসব খেলাধুলায় সম্মান অর্জনের সুযোগ আছে, তার পৃষ্ঠপোষকতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’