সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে বাংলাদেশ-ভারতের সেনাপ্রধানদের আলোচনা

তিন দিনের ভারত সফরে গেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
ছবি: ইউএনবি

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার তিন দিনের ভারত সফরে গেছেন। ভারতীয় সশস্ত্র বাহিনীর নিহত বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁর ভারত সফর শুরু হয়েছে।

সফররত সেনাপ্রধানকে দিল্লির সাউথ ব্লক লনে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে আন্তকার্যকারিতা, প্রশিক্ষণ, সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও সামগ্রিক দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি ও শক্তিশালীকরণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ভারত সফররত সেনাপ্রধান ২৯ এপ্রিল চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে ‘পাসিং আউট প্যারেড’–এর পর্যালোচনাকারী কর্মকর্তা হিসেবে উপস্থিত থাকবেন। তিনি অফিসার্স ট্রেনিং একাডেমি জাদুঘর পরিদর্শন ও পাসিং আউট কোর্সের ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরকালে সেনাপ্রধান ভারতের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি বাংলাদেশ–ভারত প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন।