সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১২ জুলাই, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড: শরীর থেঁতলে পিটিয়ে হত্যা করা হয় লাল চাঁদকে

গত বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ।
বিস্তারিত পড়ুন...

জুলাই হত্যাকাণ্ড এবং বিবিসির তথ্যচিত্র

আন্দোলন দমনে দলীয় গুন্ডা ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মমতা সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল
ফাইল ছবি

শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবের মেয়ে। মুজিব দেশ শাসন করেছেন সাড়ে তিন বছর। এ দেশে কর্তৃত্ববাদী শাসনের পত্তন হয় তাঁর হাতে। তাঁর জনপ্রিয়তা যখন তলানিতে, তখন তিনি খুন হন মিলিটারির হাতে। হাসিনার হাতে দেশ ছিল সাড়ে ২০ বছর। অনেক বিষয়ে তিনি তাঁর বাবাকে অনুসরণ করেছেন। আবার অনেক ক্ষেত্রে তাঁকে ছাড়িয়ে গেছেন। কর্তৃত্ববাদী শাসনকে তিনি চূড়ায় নিয়ে গিয়েছিলেন। একসময় তাঁরও পতন হয়। তিনি প্রাণ নিয়ে পালান। সেই সঙ্গে দ্বিতীয়বারের মতো খুন করে যান তাঁর বাবাকে। এটি একটি উদাহরণ হয়ে থাকবে। লিখেছেন, মহিউদ্দিন আহমদ।
বিস্তারিত পড়ুন...

খুলনায় গুলি করে ও রগ কেটে সেই সাবেক যুবদল নেতাকে হত্যা

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান মোল্লা
ছবি: সংগৃহীত

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে মহানগরের দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাশা এলাকার ওই নেতার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
বিস্তারিত পড়ুন...

প্রতিবেশীদের কটূক্তি সইতে না পেরে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে মারলেন বাবা

রাধিকা যাদব
আইএনএএএম ভিডিও থেকে স্ক্রিনশট

পুলিশ ও গুরগাঁওয়ের স্থানীয় অধিবাসীদের মতে, মেয়ের এমন এগিয়ে যাওয়ায় তাঁর বাবা ৫৪ বছর বয়সী দীপক যাদবকে স্থানীয় প্রতিবেশীদের কটু কথা হজম করতে হচ্ছিল। মেয়ের আয়ের ওপর নির্ভরশীল তিনি, এমন সব কথা শুনতে হচ্ছিল দীপককে।
বিস্তারিত পড়ুন...

প্রথম আলো এক্সপ্লেইনার: রাজসাক্ষী কে, আসামি কীভাবে রাজসাক্ষী হন, শর্ত কী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ফাইল ছবি

রাজসাক্ষী বলতে সেই ব্যক্তিকে বোঝায়, যিনি কোনো অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন, কিন্তু ক্ষমা পাওয়ার শর্তে অপরাধের সমগ্র ঘটনা, মূল অপরাধী ও সহায়তাকারী হিসেবে জড়িত সব অপরাধীর সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করে আদালতে সাক্ষ্য দেন।
বিস্তারিত পড়ুন...