চট্টগ্রামে কমতে শুরু করেছে চালের দাম, বাড়তি আটা-ময়দার
চট্টগ্রামের বাজারে এসেছে নতুন চাল। এর জেরে পাইকারিতে চালের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে চাক্তাই ও পাহাড়তলী বাজারে বস্তাপ্রতি (৫০ কেজি) চালের দাম কমেছে ৫০ থেকে ১০০ টাকা। তবে বাড়তির দিকে রয়েছে আটা-ময়দার দাম।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে চালের আড়তে গিয়ে দেখা যায়, মোটা চালের ৫০ কেজির একেকটি বস্তা ২ হাজার ১০০ টাকা থেকে ২ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এ চাল বস্তাপ্রতি ২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছিল।
এ ছাড়া সপ্তাহের ব্যবধানে স্বর্ণা-৫, গুটি সেদ্ধ, জিরাশাইল ও মিনিকেট চালের দাম বস্তাপ্রতি সর্বোচ্চ ১০০ টাকা কমেছে। আজ পাইকারি বাজারে প্রতি কেজি স্বর্ণা-৫ চাল বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৮ টাকায়। গত সপ্তাহে প্রতি কেজি এই চাল বিক্রি হয় ৫২ থেকে ৫৪ টাকায়।
আজ পাইকারি বাজারে প্রতি কেজি মিনিকেট ৫০ থেকে ৫৪ টাকা, জিরাশাইল ৬০ থেকে ৬২ টাকা ও গুটি সেদ্ধ চাল ৪৪ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে।
পাহাড়তলী বাজারের চালের আড়তদার নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রায় সব চালের দাম কমেছে। বস্তায় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। নতুন চাল বাজারে আসছে। দাম আরও কমতে পারে।
পাইকারিতে চালের দাম কমে আসার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স বাজারসহ আশপাশের খুচরা বাজারে আজ প্রতি কেজি মোটা চাল ৪৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে একই চাল ৪৮ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল।
চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, ধানের দাম মণে প্রায় ২০০ টাকা কমেছে। বাজারে তাই চালের দামও কমতির দিকে। নতুন চাল বাজারে আসছে। তাই আশা করা যায়, দাম আরও কিছুটা কমবে।
বাড়তি আটা-ময়দার দাম
চালের দাম কমলেও বাজারে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে আটা ও ময়দা। আজ চট্টগ্রাম নগরের খুচরা বাজার ও মুদিদোকানগুলোয় প্যাকেটজাত ময়দা ৬৫ থেকে ৬৬ টাকা এবং আটা ৫৪ থেকে ৫৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে খোলা ময়দা ৬০ থেকে ৬২ টাকা ও খোলা আটা ৪৪ থেকে ৪৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অন্যদিকে বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা, রসুন ১৭০ থেকে ১৮০ টাকা, আদা ২০০ থেকে ২৩০ টাকা ও বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
বহদ্দারহাট বাজারের মুদিদোকানি সাজ্জাদ হোসেন বলেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে আটা-ময়দার দাম বাড়তে শুরু করে। কেজেপ্রতি ২ থেকে ৪ টাকা বেড়ে যায়। গমের বাড়তি দামের কারণে আটা-ময়দার দাম বেড়েছে।