জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল খুলছে আজ, ক্লাস শুরু আগামী রোববার
২০ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল খুলছে আজ বুধবার। আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সকালে অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ।
তিনি প্রথম আলোকে বলেন, আজ জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আগামী রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে। হলগুলোতে শুধু নিয়মিত বৈধ শিক্ষার্থীরা উঠতে পারবেন। কোনো অবৈধ বা বহিরাগত কেউ যাতে থাকতে না পারেন, তার জন্য প্রভোস্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৭ জুলাই এক জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। তাঁদের অনেকে এখনো চিকিৎসাধীন। এরপর আজ হলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।