সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল বেনজীররা কীভাবে সবার চোখ এড়িয়ে দেশ ছাড়েন খবরটি। পাশাপাশি সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি পরিবর্তনের খবরেও পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

অফিস সময় ৯টা-৫টা হচ্ছে  

ফাইল ছবি

দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় আবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হচ্ছে। আসন্ন ঈদুল আজহার ছুটির পর প্রথম কর্মদিবস থেকে নতুন এ অফিস সময়সূচি কার্যকর হবে। বিস্তারিত পড়ুন...

বেনজীররা কীভাবে সবার চোখ এড়িয়ে দেশ ছাড়েন

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ
ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত ১৮ এপ্রিল। এরপর সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের বিপুল সম্পদ। কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত ৪ মে সপরিবার দেশ ছেড়েছেন বেনজীর। বিস্তারিত পড়ুন...

গরুর চামড়ার দাম বাড়ল ৫ টাকা

চামড়া পরিষ্কারের কাজ চলছে
ফাইল ছবি প্রথম আলো

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় বেড়েছে সর্বোচ্চ ৫ টাকা, আর ঢাকার বাইরে সর্বোচ্চ সাত টাকা। বিস্তারিত পড়ুন...

বিপুল ভোটে জয়ী হয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন শিনবাউম

মেক্সিকোর নির্বাচন কমিশন বলছে, জলবায়ুবিজ্ঞানী এবং মেক্সিকো সিটির সাবেক মেয়র শিনবাউম ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন
ছবি: রয়টার্স

বিপুল ভোটে জয়লাভ করে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া শিনবাউম। তিনি ক্ষমতাসীন বামপন্থী দলের প্রার্থী। মেক্সিকোর নির্বাচন কমিশন বলছে, মেক্সিকো সিটির সাবেক মেয়র শিনবাউম ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। বিস্তারিত পড়ুন...

সৌম্য বলেন, ‘কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব ফাইনাল।’

বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা বলেছেন সৌম্য সরকার
প্রথম আলো

শুধু সেমিফাইনাল নয়, ব্যক্তিগত লক্ষ্য আরও বড়—ফাইনাল খেলা, এমন বলেছেন সৌম্য সরকার। ২০২৪ সালটা স্মরণীয় করে রাখার লক্ষ্যের কথাও জানিয়েছেন বাংলাদেশ দলের এই বাঁহাতি ব্যাটসম্যান। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন