বাংলাদেশে সুষ্ঠু-অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সহায়তার জন্য সংস্কারপ্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাজ্য

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনেছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে সহযোগিতার জন্য স্থিতিশীলতা ও সংস্কারপ্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাজ্য।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন যুক্তরাজ্যের হাইকমিশনার।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বসেন সারাহ কুক। এক ঘণ্টার বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে সিইসির কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাজ্যের হাইকমিশনার।

সারাহ কুক বলেন, সিইসির সঙ্গে এটি তাঁর প্রথম বৈঠক, যা খুবই ফলপ্রসূ হয়েছে।

বৈঠকে যুক্তরাজ্য হাইকমিশনের রাজনৈতিক ও সুশাসন বিভাগের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন। বৈঠকে সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।