ফেনীতে ‘ডাকাতির’ সময় বৃদ্ধাকে হত্যা

ফেনীতে ‘ডাকাতির’ সময় শ্বাসরোধে অশীতিপর এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার রানীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম সামছুন্নাহার (৮৯)। তিনি ফেনী সদর উপজেলার রানীরহাট এলাকার দারোগা বাড়ির আবদুল খালেকের স্ত্রী ও ছয় সন্তানের জননী।

নিহতের প্রতিবেশী ও স্বজনেরা জানান, বৃদ্ধা সামছুন্নাহার বাড়িতে বেশির ভাগ সময় একাই থাকতেন। মেজ ছেলের স্ত্রী মাঝেমধ্যে তাঁর সঙ্গে থাকতেন। সম্প্রতি ছেলের বউ বাবার বাড়িতে গেলে তিনি একা ছিলেন। ডাকাতেরা তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর নগদ টাকা ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। গতকাল শনিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে শয়নকক্ষ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার ঘরের জিনিসপত্র এলোমেলো দেখা গেছে, তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।